ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

সোহরাওয়ার্দী উদ্যানে সাদপন্থীদের মহাসমাবেশের ডাক

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০১:১৭ পিএম

সোহরাওয়ার্দী উদ্যানে সাদপন্থীদের মহাসমাবেশের ডাক

ছবি: সংগৃহীত

আগামী ৭ ডিসেম্বর তাবলিগ জামাতের একটি অংশ মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছেন। এরপর আগামী ২০-২৫ ডিসেম্বর বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে টঙ্গী ইজতেমা ময়দানে পাঁচ দিনের জোড় অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) তাবলিগ জামাতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অংশের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিসেম্বরের ৭ তারিখ আমরা যে মহাসমাবেশের ডাক দিয়েছি, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। পুরো পৃথিবী থেকে আন্তর্জাতিক কয়েকজন ওলামা সেদিন আসবেন। ওনাদের আগমন উপলক্ষে সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে একটা প্রগ্রাম অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ সায়েম বলেন, আজকে আমাদের যে মজমাটা হয়েছে, সেটা এক দিনের নোটিশে হয়েছে। হেফাজত যেমন পোলাপান ভাড়া করে নিয়ে আসে, সে রকম কোনো মজমা আমরা আজকে করিনি। আমাদের ৭ তারিখের প্রগ্রামে শুধু আন্তর্জাতিক মেহমানরা বক্তব্য দেবেন। আপাতত এটাই আমাদের কর্মসূচি।  

তিনি আরও বলেন, এ ছাড়া ২০-২৫ ডিসেম্বর পাঁচ দিনের জন্য টঙ্গী ইজতেমা ময়দানে জোড় অনুষ্ঠিত হবে। যেটা ইজতেমার ৪০ দিন আগে প্রস্তুতিমূলক একটি প্রোগ্রাম। যেটা প্রতিবছরই হয়ে থাকে। এ ছাড়া বাকি সব আমাদের স্বাভাবিক কার্যক্রম।  

তিনি জানান, সাত তারিখের প্রোগ্রামে আন্তর্জাতিক কোন কোন মেহমান আসছেন তা এখনো নির্ধারণ করা হয়নি। আমরা মেহমানদের সঙ্গে যোগাযোগ করছি। মেহমানদের নাম কনফার্ম হলে তা সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ৫ নভেম্বর তাবলিগের আরেকটি অংশ জুবায়েরপন্থীরা সোহরাওয়ার্দীতে মহাসমাবেশ করেছিলেন। এরপর গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) বড় সমাগম করে কাকরাইল মসজিদের দায়িত্ব গ্রহণ করে জুমার নামাজ পড়েছেন সাদপন্থীরা।

প্রসঙ্গত, সম্প্রতি কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দানের দখলকে কেন্দ্র করে তাবলিগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে। দুই গ্রুপই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে।

আরবি/এফআই

Link copied!