পদত্যাগ প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা ফারুকী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৭:০২ পিএম

পদত্যাগ প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা ফারুকী

ছবি, সংগৃহীত

হঠাৎ করেই রোববার (১৭ নভেম্বর) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সয়লাব সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পদত্যাগ করেছেন। ‘কোটায় হামলাকারীদের শনাক্ত’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘নয়ন তারা’ নামের একটি আইডি থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘আলহামদুলিল্লাহ, খুশির দিন! ফারুকী আউট, মাহাতাব স্যার ইন!’ একই গ্রুপে হাবিবুল্লাহ ওসামা নামের আইডি থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, ‘আলবিদা ফারুকী! আলহামদুলিল্লাহ।’

সাধারণ জনতা থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনের অনেকেই ফেসবুক স্ট্যাটাসে ফারুকীর পদত্যাগের খবরে উল্লাস করছেন। পক্ষে-বিপক্ষে দিচ্ছেন স্ট্যাটাস।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, এ খবর ভিত্তিহীন। এমন কিছুই ঘটেনি।

গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এ দিন সন্ধ্যায় তিনি বঙ্গভবনে আরও দুজন উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রপতির কাছে শপথ নেন।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে ছবি পোস্ট করে জানিয়েছেন, আগামীকাল সোমবার ফারুকী প্রধান উপদেষ্টার সঙ্গে কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করবেন।

আরবি/এস

Link copied!