ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

জাবিতে রিকশার আঘাতে এক শিক্ষার্থীর মৃত্যু

রিপন বারী, জাবি

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৪, ০৯:২১ পিএম

জাবিতে রিকশার আঘাতে এক শিক্ষার্থীর মৃত্যু

ছবি, রূপালী বাংলাদেশ

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রিকশার ধাক্কায় ৫৩ তম আবর্তনের মার্কেটিং বিভাগের আফসানা করিম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার সংলগ্ন নতুন কলার রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়ার পর তাকে এনাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।

সেখানে দায়িত্বরত ডাক্তার ডা. রাকিব আল মাহমুদ শুভ বলেন, আমরা যখন পেয়েছি তখন চোখের মনি ফিক্সড ছিল। তার হার্টবিট পাইনি, আমরা সাথে সাথে ইসিজি করি। তার বুকের উপর ভারী আঘাতের কালচে চিহ্ন ছিল।

ডিউটি ম্যানেজার সবুজ জানান, সন্ধ্যা ঠিক সাড়ে সাতটায় তাকে এনাম মেডিকেলে নিয়ে আসা হয়। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তার শরীরে মেজর কোন ইনজুরি পাইনি৷ তবে তার দাঁত পুরো মাড়িসহ বের হয়ে এসেছে। সম্ভবত এ আঘাতে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্র মতে মেয়েটি রাস্তা পার হচ্ছিল এই অবস্থাতে একটি দ্রুতগামী রিকশা তাকে ধাক্কা মারে এবং সে গাছের উপর আছড়ে পড়ে।

আরবি/এস

Link copied!