ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

রাষ্ট্রপতির সঙ্গে আজ সাক্ষাৎ করবে ইসি অনুসন্ধান কমিটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৮:৫০ এএম
ফাইল ছবি

ঢাকা: আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য নবনিযুক্ত অনুসন্ধান কমিটির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, এই সাক্ষাৎ সন্ধ্যা সোয়া ৬টায় অনুষ্ঠিত হবে।

 "প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারগণের নিয়োগ আইন, ২০২২" এর ধারা ৩ মোতাবেক এই অনুসন্ধান কমিটি গঠিত হয়েছে। কমিটির প্রধান হচ্ছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

কমিটির কাজ হবে যোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করা, যা আগামী নির্বাচন কমিশন গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মন্ত্রিপরিষদ বিভাগের সাচিবিক সহায়তায় কমিটি তাদের কার্যক্রম পরিচালনা করবে।