ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

‘রাজনৈতিক পরিবর্তন যাই হোক বাংলাদেশের সঙ্গে কাজ করবে জাপান’

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ০৯:৫৪ এএম

‘রাজনৈতিক পরিবর্তন যাই হোক বাংলাদেশের সঙ্গে কাজ করবে জাপান’

ছবি: সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন যাই হোক বা নেতৃত্বে যেই থাকুক না কেন বাংলাদেশের সঙ্গে জাপান কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

রোববার (২৪ নভেম্বর) কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে জাপানি সৈনিকের দেহাবশেষ সরিয়ে নেওয়ার অগ্রগতি নি‌য়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার জাপান দূতাবাস। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত কিমিনোরি বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। জুলাই-অগাস্ট থেকে কী ঘটছে, আমরা তা পর্যবেক্ষণ করছি।  আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার (ড. মুহাম্মদ ইউনূস) সঙ্গে সাক্ষাৎ করেছি। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের উন্নয়নে কী প্রয়োজন এগুলো নিয়ে আলাপ হয়েছে। জাপান বাংলাদেশের প্রয়োজন জানতে পারলে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

তিনি বলেন, রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তন হলেও জাপান বাংলাদেশের সঙ্গে কাজ ক‌রে যাবে। জাপান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়।

অর্থনৈতিক পুনরূদ্ধারেও সহযোগিতার আশ্বাস দিয়ে কিমিনোরি বলেন, অর্থনৈতিক পুনরূদ্ধার নিয়ে আমরা ভাবছি। তবে জাপান দীর্ঘদিনের বন্ধু এবং অর্থনীতির মঙ্গলের জন্য আপনাদের সঙ্গে কাজ করছি। গত ৫০ বছরের বেশি সময় আমরা যেভাবে একযোগে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও অনেক কিছু করার আছে এবং আমরা সেটা অব্যাহত রাখব।

কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি (যুদ্ধসমাধি) থেকে জাপানি সৈনিকদের দেহাবশেষ সরিয়ে নেওয়ার কাজ শেষ করেছে জাপানের ফরেনসিক বিশেষজ্ঞ দল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ২৪ জাপানি সৈনিককে ওয়ার সিমেট্রিতে ৮১ বছর আগে সমাহিত করা হয়। ২৪টি সমাধির মধ্যে ২৩টিতেই সৈনিকদের দেহাবশেষের বিভিন্ন অংশ পাওয়া গেছে। এগুলো ঢাকায় আনা হ‌য়ে‌ছে। ২৩ সৈনিকের দেহাবশেষের পাওয়ার পর কিছু অংশ জাপানে ডিএনএ টেস্ট করার জন্য নি‌য়ে যাবে ফরেনসিক বিশেষজ্ঞ দল। ডিএনএ টেস্টে জাপানি সৈন্য নিশ্চিত হওয়া গেলে পরবর্তীতে তা‌দের দেহাবশেষ জাপানে নেওয়া হবে।

আরবি/জেআই

Link copied!