ঢাকা সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

দেশে প্রতিদিন গড়ে ৩ শিশু অপহরণের শিকার

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪, ১১:৫০ এএম

দেশে প্রতিদিন গড়ে ৩ শিশু অপহরণের শিকার

ছবি: সংগৃহীত

সম্প্রতি সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার ও রাজধানীর আজিমপুরে আট মাস বয়সী শিশু আরিসা জান্নাত জাইফার অপহরণের ঘটনা দেশব্যাপী উদ্বেগের জন্ম দিয়েছে।  জানা গেছে দেশে প্রতিদিন গড়ে অন্তত তিনটি করে শিশু অপহরণের ঘটনা ঘটছে। অপহৃত ২৯ ভাগ শিশুকে উদ্ধার করা না গেলেও অপহরণ ও নিখোঁজের পর হত্যাসহ ১০ মাসে মারা গেছে অন্তত ৪৮২ জন শিশু।

পরিসংখ্যান বলছে, শিশু অপহরণের পেছনে পারিবারিক শত্রুতা, জিম্মি করে মুক্তিপণ আদায়, পাচার ও বিক্রি করা প্রধান উদ্দেশ্য।

পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, সারাদেশে শিশু অপহরণের ঘটনায় গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে থানায় ৬৯৫টি মামলা হয়েছে। সরাসরি থানায় ও আদালত থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে থানায় শিশু অপহরণ ও পণবন্দীর (জিম্মি) মামলায় ৯ মাসে উদ্ধার হয়েছে ৪৯১ শিশু। অর্থাৎ ২৯ শতাংশ শিশু উদ্ধার হয়নি। কিন্তু উদ্ধার না হওয়া শিশুদের ভাগ্যে কী ঘটেছে, তা এখনও জানা যায়নি।

এদিকে আইন ও সালিস কেন্দ্র জানিয়েছে, ১০ মাসে নির্যাতন, সহিংসতা, ধর্ষণ, অপহরণ ও নিখোঁজের পর হত্যাসহ বিভিন্ন অপরাধে মৃত্যু হয়েছে মোট ৪৮২ শিশুর। গত বছর একই সময়ে মারা যায় ৪২১ শিশু।

তবে, শিশুদের প্রতি অপরাধ বন্ধ করতে সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন অপরাধ বিশ্লেষকরা।  শিশুরা প্রতিরোধ গড়ে তুলতে পারে না বিধায় অপরাধীদের সহজ টার্গেট হয় বলে জানান বিশেষজ্ঞরা। 

আরবি/জেআই

Link copied!