ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
দৌড় না দেওয়ার অভিযোগ

এবার সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৫:৪৮ পিএম

এবার সারদায় প্রশিক্ষণরত ২৫ এএসপিকে শোকজ

ফাইল ছবি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণরত ২৫ সহকারী পুলিশ সুপার (এএসপি) ক্যাডেটকে শোকজ নোটিশ দিয়েছে সারদা কর্তৃপক্ষ।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া ইউনিটের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর।

তিনি জানান, প্রশিক্ষণ চলাকালে ২৬ নভেম্বর দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে চলা শুরু করেন ওই ২৫ জন। প্রশিক্ষক তাদের দৌড়াতে বললেও তাতে কর্ণপাত না করে উল্টো কটূক্তিমূলক কথা বলেন ক্যাডেটরা, যা শৃঙ্খলা পরিপন্থী। এমন আচরণে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

এর আগে গেল ২০ অক্টোবর সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪০তম বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া এসপিদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়। সারদায় প্রশিক্ষণরত ৬২ জন এএসপি ছাত্রলীগের বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়াও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচে ৮০৪ জন প্রশিক্ষণার্থী এসআইদের মধ্যে ৩১৩ জনকে অব্যাহতি দেওয়া হয়।

আরবি/ এইচএম

Link copied!