ঢাকা বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

নিহত আইনজীবী সাইফুলকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের ‘গুজব’

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ১২:০৬ পিএম

নিহত আইনজীবী সাইফুলকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের ‘গুজব’

ছবি: সংগৃহীত

সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে মঙ্গলবার (২৭ নভেম্বর) চট্টগ্রামে আন্দোলন চলাকালে সংঘর্ষে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নিয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে ভারতীয় একাধিক গণমাধ্যমে। দেশটির রিপাবলিক ওয়ার্ল্ড, অপ ইন্ডিয়াসহ একাধিক সংবাদমাধ্যমে সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী দাবি করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটিতে দাবি করা হয়, চিনায় কৃষ্ণ দাসের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ পুলিশের গুলিতে নিহত হয়েছেন। গণমাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায়ও এই গুজব ছড়িয়ে পড়েছে।  

ভারতীয় গণমাধ্যমে প্রচারিত এই দাবিটি মিথ্যা এবং খারাপ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে সিএ (প্রধান উপদেষ্টা) প্রেস উইং ফ্যাক্টস। সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘কিছু ভারতীয় গণমাধ্যম দাবি করছে, আজ চট্টগ্রামে নির্মমভাবে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ চিন্ময় কৃষ্ণ দাসের প্রতিনিধিত্ব করছিলেন। দাবিটি মিথ্যা এবং খারাপ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হচ্ছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জমা দেওয়া ওকালতনামায় দেখা যাচ্ছে, অ্যাডভোকেট সুবাশিশ শর্মা তার আইনজীবী। আমরা সকলকে যেকোনো প্রকার উসকানিমূলক ও মিথ্যা প্রতিবেদন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।’

মঙ্গলবারের এই সংঘর্ষের ঘটনা এবং আইনজীবী নিহতের খবর বাংলাদেশি প্রতিটি মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই খবরগুলো বিবেচনা করে জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার পথে লালদীঘি এলাকায় চিন্ময়ের ভক্তরা বিক্ষোভ করে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ধাওয়ায় চিন্ময় কৃষ্ণের ভক্ত ও সমর্থকরা ছতভঙ্গ হয়ে যায়। এ সময় বিক্ষোভকারীরা আদালত প্রাঙ্গণে একটি মসজিদ কমপ্লেক্সে ইটপাটকেল ছোড়ে এবং নিচতলার একটি কক্ষের কাচ ভাঙচুর করে। এ সময় তারা ছয়টি গাড়ি ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। ভক্তরা এলোপাতাড়ি পাথর ছুড়তে থাকে। এক পর্যায়ে রঙ্গম সিনেমা হল এলাকায় সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘ইসকন সমর্থকরা সাইফুলকে রঙ্গম সিনেমা হল এলাকায় নিয়ে কুপিয়ে হত্যা করেছে।’

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী স্বরূপ কান্তি নাথ বলেন, ‘আমরা আদালতে জামিন আবেদন করেছিলাম। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।’

চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক বলেন, ‘নিহত সাইফুল ইসলাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন।’

দেশের বেসরকারি একাধিক সম্প্রচার মাধ্যমে বলা হয়েছে, ‘চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকদের হামলায় চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন।’ তাদের প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘অ্যাডভোকেট মোক্তার উদ্দিন সাগর নামে এক আইনজীবী জানান, আমার চোখের সামনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কোপানো হয়েছে।’

এসব প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায়, চট্টগ্রামে মঙ্গলবার সংঘর্ষে নিহত সাইফুল ইসলাম আলিফ চিন্ময় কৃষ্ণ দাসের নয় বরং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এবং তিনি পুলিশের গুলিতে মারা যাননি। তাকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা কুপিয়ে হত্যা করেছে। চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী ছিলেন স্বরূপ কান্তি নাথ। 

আরবি/এফআই

Link copied!