৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন ফি হ্রাসকরণে দ্রত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পিএসসি সচিবালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সংগতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনর্নির্ধারণের বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে।
এতে আরো বলা হয়, হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এবং কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এর আগে আজ বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
আপনার মতামত লিখুন :