ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০১:৩২ পিএম

দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান সেনাপ্রধানের

ছবি: সংগৃহীত

দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবেলার জন্য সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রামের বিএমএ ক্যাডেটদের কমিশনপ্রাপ্ত অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকার উজ জামান এসব বলেন।

এসময় তিনি আরও বলেন, সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, সুশৃঙ্খল এবং আধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা অব্যাহত রয়েছে।

এসময় তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে উল্লেখযোগ্য অবদান রাখছে। এসময় সেনাসদস্যদের সত্যবাদিতা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি

আরবি/এফআই

Link copied!