শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

গুমের ঘটনা তদন্তের সময় বাড়ল ৩ মাস

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৩:৪৯ পিএম

গুমের ঘটনা তদন্তের সময় বাড়ল ৩ মাস

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ‘গুমের’ ঘটনা তদন্তে গঠিত কমিশনের মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে

আগের সময়সীমা অনুযায়ী ১৫ ডিসেম্বরের মধ্যে গুম কমিশনকে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে কমিশনের মেয়াদ আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়ে মঙ্গলবার (৩ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২৭ আগস্ট হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশন গঠন করে সরকার।

কমিশনের অন্য সদস্যরা ছিলেন— হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত অতিরিক্ত বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মানবাধিকারকর্মী নূর খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রিস ও মানবাধিকারকর্মী সাজ্জাদ হোসেন।

আরবি/এফআই

Link copied!