ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

পোষ্য কোটা বাতিল চান সারজিস আলম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৪, ০৮:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

দেশে বিদ্যমান পোষ্য কোটা বাতিলের দাবি তুলেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

শনিবার (৭ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে তিনি এমন দাবি জানান।

পোস্টে সারজিস লিখেন, ‘পোষ্য কোটা’ নামক তেলা মাথায় তেল দেয়া কালচার অবিলম্বে বাতিল করতে হবে।

প্রসঙ্গত, দেশে চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার চেয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন সারজিস।