ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

ঢাকার ২১টি খাল দখলমুক্তের কার্যক্রম শুরু

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৩:৩১ পিএম
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার ২১টি খাল দখলমুক্ত করতে গঠিত কমিটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ‘বাংলাদেশে নদ-নদীর সংখ্যা নির্ধারণ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “প্রবাহহীন সকল নদ-নদী খননের উদ্যোগ নেয়া হয়েছে। বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদী দখল ও দূষণমুক্ত করতে কাজ চলছে। এছাড়া, হাওর ও বিলের তালিকাও চূড়ান্ত করা হয়েছে।”

প্রতিটি জেলায় নদ-নদী দখলমুক্ত করার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দের তাগিদ দিয়ে রিজওয়ানা হাসান বলেন, “প্রতিটি মন্ত্রণালয়ের সমন্বয়ে নদ-নদীর তালিকা পুনরায় প্রকাশ করতে হবে এবং এতে ভূমি মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করতে হবে। তালিকায় অফিসিয়াল ও স্থানীয় নাম উল্লেখ থাকবে। খাল ও নদীর মধ্যে পার্থক্য করে আলাদা তালিকা প্রস্তুত করতে হবে।”

তিনি আরও জানান, “তালিকা নির্ধারণের ক্ষেত্রে সিএস (ক্যাডাস্ট্রাল সার্ভে) এবং আরএস (রেভিশনাল সার্ভে) এর ভিত্তিতে কাজ করা হবে। বাংলা নববর্ষের প্রথম দিকে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত তালিকা প্রকাশের লক্ষ্য রয়েছে।”

পরিবেশ উপদেষ্টা জেলা প্রশাসকদের আগামী তিন মাসের মধ্যে খালগুলোর তালিকা চূড়ান্ত করার নির্দেশনা দেন।