ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

নির্বাচনী রোডম্যাপ নিয়ে নতুন বার্তা দিলেন উপদেষ্টা নাহিদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৩:১৯ পিএম

নির্বাচনী রোডম্যাপ নিয়ে নতুন বার্তা দিলেন উপদেষ্টা নাহিদ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের প্রতিবেদন দেয়ার কথা আছে। রিপোর্ট পেলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, একই ব্যবস্থাপনা আর কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে তাহলে এতো মানুষের জীবন দেয়ার কোনো অর্থ হয় না। পরিবর্তন আনতে আমরা কিছু রূপরেখা তৈরি করছি, উদ্যোগ নিচ্ছি যেন পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারাও যেন এর ধারাবাহিকতা ধরে রাখে।

কবে নাগাদ নির্বাচন হতে পারে এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা নাহিদ বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করছে। একটি বড় প্রজন্ম ভোট দিতে পারেনি। জানান, তিনি নিজেও ভোট বঞ্চিত আছেন। তাই নির্বাচন নিয়ে আগ্রহ নিয়ে কাজ করছেন। জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনের প্রতিবেদন দেয়ার কথা আছে। রিপোর্ট পেলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে।

আরবি/এফআই

Link copied!