অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত ৩ বছরে ২ হাজার ৮১৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ২০২২ সাল থেকে গত বছরের ৩১ অক্টোবর পর্যন্ত ত্রিপুরার আইনশৃঙ্খলাবাহিনী ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছে।
সম্প্রতি ত্রিপুরার বিধানসভায় এক প্রতিবেদনে বাংলাদেশিদের গ্রেপ্তারের এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। দেশটির ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিপুরার আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা গত ৩ বছরে ২ হাজার ৮১৫ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছেন। অবৈধভাবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে রাজ্যে অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, ত্রিপুরায় গ্রেপ্তারকৃতদের মধ্যে এক হাজার ৭৪৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আরও এক হাজার ৬৯ জনের মধ্যে জামিনে আছেন ৫৮৫ জন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৪৭৪ জন ভারতীয়ও।
গত বছর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, আধা-সামরিক বাহিনী সিআরপিএফ, আসাম রাইফেলস, রাজ্য পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
সম্প্রতি ত্রিপুরায় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে কয়েকজন বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। সূত্র, হিন্দুস্তান টাইমস
আপনার মতামত লিখুন :