জুলাই বিপ্লব ঘিরে বিভেদের অপচেষ্টা চলছে: রিজওয়ানা হাসান

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০২:২৭ পিএম

জুলাই বিপ্লব ঘিরে বিভেদের অপচেষ্টা চলছে: রিজওয়ানা হাসান

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লব ঘিরে বিভেদের অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বিষয়ে সকলকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা দেওয়া অনুষ্ঠানে এ কথা বলেন উপদেষ্টা।

পরিবেশ উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে কোনো বিভেদ না থাকলেও বিভেদের অপচেষ্টা চলছে। তাই সবাই সতর্ক থাকুন। এ যাত্রায় আমাদের জিততেই হবে। জেতার বিকল্প নেই।

তিনি বলেন, সরকার শহীদ পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এ জন্যই ফাউন্ডেশন গঠন করা হয়েছে। আর্থিক সহায়তার পাশাপাশি পুনর্বাসন কাজও চলছে।

আরবি/এফআই

Link copied!