পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচি করেছেন তৎকালীন বর্ডার গার্ড বাংলাদেশ (বিডিআর) সদস্যদের কারাবন্দী পরিবারের সদস্যরা।
বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে তারা শহীদ মিনারে জড়ো হয়ে গণজমায়েত করে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। কিন্তু, তাদের পদযাত্রা জাতীয় জাদুঘরের সামনে পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয়। এরপর তারা সেখানে বসে পড়েন এবং তাদের আন্দোলন চালিয়ে যান।
এতে আংশিকভাবে বক্তব্য দেন উপস্থিত ব্যক্তিরা এবং জানান, তাদের তিন দফার কথা। তাদের দাবিগুলো হচ্ছে- প্রথমত, বিনা অপরাধে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্তি; দ্বিতীয়ত, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে কঠোর শাস্তি দেওয়া; এবং তৃতীয়ত, চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল করা।
প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ঘটে নৃশংস হত্যাকাণ্ড। ওই ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। পরে হত্যাকাণ্ডের মামলায় ২০১৩ সালে ১৫২ জনকে ফাঁসি, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :