বেবিচক চেয়ারম্যানের শাহজালাল বিমানবন্দর পরিদর্শন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ০৯:০৪ এএম

বেবিচক চেয়ারম্যানের শাহজালাল বিমানবন্দর পরিদর্শন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি সম্মানিত যাত্রীবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং বিমানবন্দরের বিদ্যমান যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। যাত্রীরা বিমানবন্দরের বর্তমান পরিবেশ ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় বেবিচক চেয়ারম্যান  বিমানবন্দরের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। উপস্থিত সংস্থার মধ্যে এভিয়েশন সিকিউরিটি (এভসেক), ইমিগ্রেশন, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, স্বাস্থ্য বিভাগ এবং নতুন উদ্বোধনকৃত প্রবাসী লাউঞ্জের কর্মীরা ছিলেন।

পরিদর্শনের সময় তিনি যাত্রীসেবার মানোন্নয়ন, নিরাপত্তা এবং বিমানবন্দর পরিচালনার সামগ্রিক কার্যক্রমের ওপর জোর দেন। বেবিচক চেয়ারম্যান সকল সংস্থাকে যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

বেবিচক জানিয়েছে, এই পরিদর্শনের উদ্দেশ্য ছিল বিমানবন্দরের সেবার মানকে আরও উন্নত করা এবং যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরামদায়ক ও নির্ভুল করা।

রূপালী বাংলাদেশ

Link copied!