ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই: আসিফ নজরুল

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ০২:৩৯ পিএম

বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই: আসিফ নজরুল

ছবি: সংগৃহীত

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই। যত দ্রুত সম্ভব বিচার করবো।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে বাংলা একাডেমিতে দ্য জুলাই রেভ্যুলেশন: এভিডেন্স অব এট্রোসিটি শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

আরও পড়ুন: ‘ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, আরও ধরা হবে’

এসময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুবিচার নিশ্চিত করা। শেখ হাসিনার চাইতে এ সরকারের বিচার যে ভিন্ন, তা প্রমাণ করতে চায়। তাই বিচারে কিছুটা সময় লাগছে।

রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার বিষয়ে তিনি বলেন, সংস্কার করার উদ্দেশ্য ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনও শাসক এত নির্মম হয়ে উঠতে না পারে।

আরবি/জেআই

Link copied!