ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

নিক্সন চৌধুরীর কল রেকর্ড ভাইরাল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ১০:৫০ পিএম

নিক্সন চৌধুরীর কল রেকর্ড ভাইরাল

ফাইল ছবি

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান চৌধুরী নিক্সনের একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। ভাইরাল অডিওতে একটি গণমাধ্যমের সঙ্গে তিনি ও তার স্ত্রীর ব্যাংকে ৩ হাজার কোটি টাকা লেনদেনের বিষয়ে কথা বলেন।

গত শনিবার (১১ জানুয়ারি) কে এম শজিব নামে একটি ফেসবুক আইডি থেকে কল রেকর্ডটি আপলোড করা হয়। যদিও এই রেকর্ডের সত্যতা যাচাই করা যায়নি।

অডিওর শুরুতে নিক্সন চৌধুরী তার গ্রেপ্তারের বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এগুলো রিউমর (গুজব)। এগুলা একদিন দুদিন থাকে। হয়তোবা আমাকে নিয়ে সরকারের আনেক মাথাব্যথা এর জন্য মনে হয় রিউমর ছড়াচ্ছে।’

তিনি ও তার স্ত্রীর ব্যাংকে ৩ হাজার কোটি টাকা লেনদেনে অভিযোগে দুদকের করা মামলার বিষয়ে তিনি বলেন, ‘আমরা দেশেই রাজনীতি করছি। দেশের বাইরে তো করিনি। সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। হাজার কোটি টাকা একের পর কয়টা শূন্য, যে ব্যাটা মামলা করছে সে কি জানে? হাজার কোটি টাকা জীবনে দেখাতে পারবে? এসব উল্টা-পাল্টা কাজ করে দেশটাকে ধ্বংস করতেছে। হাজার হাজার কোটি টাকা লেনদেন মানে বুঝে? এসব করে আরও ফালতু হয়ে যাচ্ছে। সরকার পতনের নমুনা হলো এইটা।’

নিক্সন চৌধুরী এ সময় তার নির্বচনী প্রতিদ্বন্দ্বী কাজী জাফরউল্লাহর গ্রেপ্তার নিয়েও তিনি নিন্দা জানান। তিনি বলেন, ‘কাজী জাফরউল্লাহ্ সাহেব আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার। ওনার সঙ্গে আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ছিল। আদর্শ ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা নাই। তাকে এই বয়সে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমি তার গ্রেপ্তারের নিন্দা জানাই।’

তিনি বলেন, ‘৫ আগস্ট নিরীহ ছাত্রদের কোটা আন্দলনের কথা বলে সামনে দিয়ে পেছনে ছিল পাকিস্তানি জঙ্গিরা। তাদের কোটা আন্দলনে ভুলভাবে বুঝিয়ে নামানো হইছে। জঙ্গিরা তো মারা যায় নাই, মারা গেছে স্টুডেন্টরা। এখন স্টুডেন্টরা বুঝে ফেলছে তাদের ঢাল করে জঙ্গি হামলা করা হইছে। একাত্তরের স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি শেখ হাসিনার ওপরে জঙ্গি হামলা করিয়েছে।’

আরবি/এইচএম

Link copied!