ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

সরকারি ভাতা পাবেন ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন-খাদেম

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ০২:২২ পিএম

সরকারি ভাতা পাবেন ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিন-খাদেম

ছবি: সংগৃহীত

দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের ১৭ লাখ ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দীর্ঘদিনের দাবি পূরণের পথে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় এই ভাতা দেওয়া হবে।

প্রথম দফায় দেশের ১০ শতাংশ মসজিদে এই সম্মানী ভাতা চালু হবে। পরবর্তীতে অন্যান্য মসজিদগুলোও এই কর্মসূচির আওতায় আনা হবে। প্রাথমিকভাবে ইমামদের পাঁচ হাজার টাকা, মুয়াজ্জিনদের চার হাজার এবং খাদেমদের তিন হাজার টাকা দেওয়া হবে। এ সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবেন, এরপর তা বাস্তবায়ন হবে।

ইসলামিক ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, “সারাদেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে এবং এসব মসজিদে ১৭ লাখের বেশি ইমাম ও মুয়াজ্জিন কর্মরত। শহরের মসজিদগুলোতে খাদেমরাও রয়েছেন। প্রথম দফায় এই কর্মসূচি দেশের ১০ শতাংশ মসজিদে চালু হবে, পরবর্তীতে ধাপে ধাপে সব মসজিদ এতে অন্তর্ভুক্ত হবে।”

এই কর্মসূচির আওতায় প্রতিটি মসজিদকে ১২ হাজার টাকা দেওয়া হবে। এছাড়া মন্দিরের পুরোহিত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিরাও এই ভাতার আওতায় আসবেন।

গত বছরের ৪ মার্চ জেলা প্রশাসক সম্মেলনের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশনে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছিলেন, প্রতিটি জেলার ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে, যেন তারা ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় কর্মীদের তালিকা প্রস্তুত করেন এবং তাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনার ব্যবস্থা করা হয়।

এছাড়া জানা গেছে, গত আওয়ামী লীগ সরকারের সময়েও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকার বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত তা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে।

আরবি/এফআই

Link copied!