দ্বন্দ্বমূলক নীতির কারণেই দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন।
শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় ও অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলের সংবর্ধনা উপলক্ষ্যে এই সেমিনারের আয়েজন করা হয়।
ফাহমিদা খাতুন বলেন, প্রবাসে বাংলাদেশের কর্মীদের অনেক চাহিদা থাকলেও প্রয়োজনীয় দক্ষতা এবং নীতিগত কিছু জটিলাতার কারণে সে পরিমান কর্মীর পাঠানো সম্ভব হয় না।
এক্ষেত্রে কর্মীদের প্রয়োজনীয় কাজে দক্ষ করে প্রবাসে পাঠানোর উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান আহমেদ চৌধুরী কিরন বলেন, প্রবাসী আয় বাড়াতে প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা বাড়াতে হবে।
আপনার মতামত লিখুন :