ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

আওয়ামী লীগ দোসরদের নির্মূল করতে হবে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৫, ১০:৪১ পিএম

আওয়ামী লীগ দোসরদের নির্মূল করতে হবে

ছবি: রূপালী বাংলাদেশ

কোনো ছাত্র সংগঠন আন্ডারগ্রাউন্ড রাজনীতি করলে তাদের ফ্যাসিস্টদের মতো তাড়ানো হবে বলে জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে সোচ্চার থাকার হুঁশিয়ারি দেন তারা। শনিবার রাজধানীতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে অংশ নিয়ে এসব জানান ছাত্রনেতারা।

পট পরিবর্তনের সাড়ে ৫ মাস পেরিয়ে গেলেও ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তারের পদক্ষেপ না দেখানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো হয়। ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কার্যক্রম এবং জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ছাত্রলীগের বিচারের দাবিতে শনিবার রাজধানীতে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

দুপুর থেকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটের সামনে জড়ো হতে থাকে ছাত্রদলের মহানগর, বিশ্ববিদ্যালয়, কলেজ ও থানার নেতাকর্মীরা। সেখান থেকে ফ্যাসিস্ট বিরোধি স্লোগান দিয়ে কেন্দ্রীয় শহিদ মিনার অভিমুখে পদযাত্রা শুরু করে। 

বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সবশেষ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে কেন্দ্রীয় শহীদ মিনার। সমাবেশে ছাত্র নেতারা বলেন, আওয়ামী দোসরদের নির্মূল করা না গেলে জুলাই গণঅভ্যূত্থানের চেতনা নষ্ট হয়ে যাবে। 

এসময়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের তদন্ত প্রতিবেদন প্রকাশ ও জড়িতদের ছাত্রত্ব বাতিল করতে হবে উল্লেখ করে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র নেতারা বলেন, জুলাই আগষ্টকে যারা কুক্ষিগত করছে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। দ্রুততম সময়ের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের বিচারের আওতায় আনার দাবি জানান ছাত্র নেতারা।

রূপালী বাংলাদেশ

Link copied!