ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

‘রাজনৈতিক বক্তব্যের ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন’

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ১০:০১ এএম

‘রাজনৈতিক বক্তব্যের ভেতরে ঢুকতে চায় না নির্বাচন কমিশন’

ছবি: সংগৃহীত

ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) থেকে শুরু হবে এবং এ কাজে নিয়োজিত থাকবে ৬৫ হাজার কর্মী। বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটার তালিকা হালনাগাদে কোনো সন্দেহ সৃষ্টি হবে না এবং এটি সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে করা হবে।

রোববার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) থেকে ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ গ্রহণের সময় সিইসি এ মন্তব্য করেন। তিনি বলেন, “নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যের ভেতরে ঢুকতে চায় না। এবারের ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে থাকবে। মানুষের সন্দেহ দূর করতে আমাদের কার্যক্রম হবে সম্পূর্ণ স্বচ্ছ।”

এ এম এম নাসির উদ্দিন আরও জানান, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আগামী সোমবার থেকে দেশব্যাপী বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ শুরু হবে। ভোটারদের ছবি তোলা, আইরিশ স্ক্যান ও দশ আঙুলের ছাপ নেওয়া হবে নিবন্ধনের অংশ হিসেবে।

সিইসি আরও বলেন, “নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে যেতে চায় না। আমাদের লক্ষ্য থাকবে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং ভোটার তালিকাকে সন্দেহাতীতভাবে সঠিক রাখা।”

এদিকে, ইউএনডিপি সংস্থাটি নির্বাচনের জন্য প্রয়োজনীয় নানা সহায়তা প্রদান করে আসছে, যার মধ্যে প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং নির্বাচনী উপকরণের সহায়তা রয়েছে।

আরবি/এফআই

Link copied!