টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছে দেশের নানা প্রান্ত থেকে আসা হাজারো মুসল্লি। মাঠ প্রস্তুতির এই কাজ চলছে সরকারি-বেসরকারি যৌথ ব্যবস্থাপনায় বিশ্ব ইজতেমার বাকি আর মাত্র ১১ দিন। ময়দান ছেয়ে গেছে সামিয়ানায়।
বিদেশি অতিথিদের জন্য তৈরি হয়েছে টিনের চালা। শুরু হয়েছে পানি ও বিদ্যুৎ সরবরাহের কাজ। চলছে পানির হাউস ও বাথরুম পরিষ্কারসহ অন্যান্য প্রস্তুতি। ইতোমধ্যে শেষ হয়েছে বয়ান মঞ্চের কাজ। ১৯ জানুয়ারি (রোববার) সরেজমিনে ইজতেমা মাঠ ঘুরে এসকল তথ্য পাওয়া যায়।
আগমী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে শূরায়ে নেজামের (জুবায়েরপন্থি)বিশ্ব ইজতেমা চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত । তবে, এবার কত পর্বে ইজতেমা হবে সে বিষয় এখনো স্পষ্ট হয়নি। আপাতত জুবায়েরপন্থিদের আয়োজনে ইজতেমা মাঠ প্রস্তুতে কাজ চলছে। সরকারি-বেসরকারি যৌথ ব্যবস্থাপনায় কর্মীরা মাঠের শামিয়ানা টানানো, পানির লাইন, ড্রেন নির্মাণ, অজুখানা, বিদেশি মেহমানদের থাকা-খাওয়ার সুবিধা নিশ্চিতকরাসহ সার্বিক প্রস্তুতি কাজ চলছে। দেখাযায়, ইতোমধ্যেই ইজতেমার মাঠে কয়েক হাজার মুসল্লি এসেছেন সেচ্ছায় কাজের উদ্দেশ্য। প্রতিদিন যুক্ত হচ্ছেন আরো মুসল্লিরা।
একইসাথে ইজতেমা মাঠের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ীভাবে পুলিশ, আনসার কাজ করছেন। তাদের সাঙ্গে যুক্ত আছেন র্যাব ও সেনাবাহিনী। শুরু হয়েছে, পুলিশ ও র্যাবের ওয়াচ টাওয়ার নির্মাণকাজ । প্রস্তুতি চলছে বাংলাদেশ সেনাবাহিনীর ভাসমান সেতু নির্মাণের কাজ। দশ দিন পর ইজতেমা অনুষ্ঠানের জন্য সকল কাজ চলছে পুরোদমে।
ইজতেমায় স্বেচ্ছাশ্রমে কাজ করতে আসা মিরপুর-১১ এর জামান আক্তার জানান, নিজের ইচ্ছাতেই প্রায় ৫০ জনের একটি দল ইজতেমা ময়দানে কাজ করছি। আল্লাহ এই কাজের উছিলায়আমাদের সবার গুনাহ মাফ করে দেবেন ইনশাহল্লাহ।
ইজতেমার আয়োজক শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান রূপালী বাংলাদেশকে বলেন, বিশ্ব ইজতেমার সকল কাজ পুরোদমে এগিয়ে চলছে। সকল কাজই প্রায় শেষের দিকে। আশা করি এভাবে কাজ চলতে থাকলে নিদিষ্ট সময়ের আগেই মাঠ প্রস্তুত হয়ে যাবে ইনশাআল্লাহ ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, ইজতেমা মাঠের যাবতীয় আনুষ্ঠানিকতা দ্রুততার সঙ্গে এগিয়ে হচ্ছে। বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা বাংলাদেশ পুলিশ সার্বক্ষণিক দৃড় প্রতজ্ঞ। আশা করি শান্তিপূর্ণ ভাবে ইজতেমা শেষ হবে। তবে, এ বছর দুই ধাপে বিশ্ব ইজতেমার বিষয়ে এখনো স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। যারফলে, ইজতেমার দ্বিতীয় ধাপ নিজামুদ্দিন মারকাজের (সাদপন্থি) অনুষ্ঠিত হবে কি না তা নিশ্চত নয়।
আপনার মতামত লিখুন :