ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৯:৪৬ এএম

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ। দেশব্যাপী সপ্তমবারের মতো এ কার্যক্রম চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক নিবন্ধন ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত। যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাদের তথ্য সংগ্রহ করা হবে।

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় ঢাকা জেলার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন কমিশনার ও  নির্বাচন কমিশনাররা উপস্থিত থেকে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করবেন।

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজিসহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

আরবি/জেআই

Link copied!