ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

অমর একুশে বইমেলায় থাকছে ‘জুলাই চত্বর’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ১০:৩১ এএম

অমর একুশে বইমেলায় থাকছে ‘জুলাই চত্বর’

ফাইল ছবি

আর মাত্র ১০ দিন পর শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৫। এবারের বইমেলার প্রেক্ষাপট গত ১৫ বছরের তুলনায় ভিন্ন, কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। জুলাই গণ-অভ্যুত্থান ও নতুন বাংলাদেশের চেতনা এবারের বইমেলার মূল থিম।

এবারের বইমেলায় বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ‘জুলাই চত্বর’, যেখানে গত বছরের গণ-অভ্যুত্থানের বিষয়গুলো ফুটিয়ে তোলা হবে। মেলার থিম নির্ধারণ করা হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ’। মেলার রং হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল, কালো ও সাদা। লাল বিপ্লবের প্রতীক, কালো শোকের এবং সাদা আশার।

আগামী ১ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মেলার সার্বিক প্রস্তুতি পুরোদমে চলছে। মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সরকার আমিন জানিয়েছেন, মেলার সঠিক সময়ে উদ্বোধনের জন্য দিন-রাত কাজ চলছে।  
তিনি বলেন, "বইমেলার নিরাপত্তা পুরোপুরি রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রদেরও সহযোগিতা থাকবে।"  

এবারের মেলা পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো রাষ্ট্রভাষা আন্দোলনের শহীদদের নামে নামকরণ করা হবে। স্টল এবং প্যাভিলিয়ন ডিজাইনে আরও সহজে চলাচল ও শনাক্তকরণ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রকাশকরা স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দের লটারি ইতোমধ্যে শেষ করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অবস্থান জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

লেখকরা সোশ্যাল মিডিয়ায় তাদের নতুন বইয়ের ঘোষণা দিচ্ছেন। পাঠক এবং প্রকাশকদের মধ্যে বইমেলাকে ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই।

অমর একুশে বইমেলা ২০২৫ শুধুমাত্র বই বিক্রির মেলা নয়, বরং গণ-অভ্যুত্থানের চেতনা এবং নতুন বাংলাদেশের প্রতীক হয়ে উঠছে। এই মেলা নতুন প্রজন্মের জন্য ইতিহাস ও সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!