ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

অবশেষে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর আরোপিত কর প্রত্যাহার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ০৩:১৩ পিএম

অবশেষে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর আরোপিত কর প্রত্যাহার

ছবি: ইন্টারনেট

মুঠোফোন ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর সম্প্রতি আরোপিত কর প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের ডিজিটাইজেশন কার্যক্রম এগিয়ে নিতে এবং তরুণ প্রজন্মকে আধুনিক আইটি জ্ঞানে সমৃদ্ধ করতে মোবাইল ফোনের সিম/রিম কার্ড এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার ওপর বর্ধিত ও নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। ফলে এই সেবাগুলোর ওপর গ্রাহকদের অতিরিক্ত খরচ আর বহন করতে হবে না।

এর আগে, গত ৯ জানুয়ারি প্রথমবারের মতো ব্রডব্যান্ড সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়। এ সিদ্ধান্ত কার্যকর হলে ৫০০ টাকার সংযোগে গ্রাহকদের বাড়তি ৭৭ টাকা গুণতে হতো।

মোবাইল সেবার ক্ষেত্রে ৩ শতাংশ বর্ধিত শুল্ক আরোপ করায় ১০০ টাকার রিচার্জে কর বেড়ে ২৮ টাকা ১০ পয়সার পরিবর্তে ২৯ টাকা ৮০ পয়সা হয়ে যেত। এতে সরকার ১০০ টাকার রিচার্জ থেকে ৫৬ টাকা ৩০ পয়সা রাজস্ব পেত।

এনবিআর-এর এই কর প্রত্যাহারের ফলে ডিজিটাল কার্যক্রমে তরুণ প্রজন্ম এবং প্রযুক্তি-নির্ভর বিভিন্ন সেক্টর উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!