ঘন কুয়াশার কারণে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে দৌলতদিয়া ঘাটে ছোট ও বড় মিলে ৩টি ফেরি আটকা পড়েছে।
বুধবার (২২ জানুয়ারি) রাত ৩টা ৪০ মিনিট থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয়। এর ফলে, পারাপারের জন্য অপেক্ষমাণ যাত্রী ও যানবাহনগুলো দুর্ভোগে পড়েছে।
বিআইডব্লিউটিসি জানিয়েছে, কুয়াশার কারণে রাতের সাথে সাথে ফেরি চলাচল ব্যাহত হতে থাকে। রাত ৩টার পরে কুয়াশা এতই ঘনীভূত হয়ে যায় যে চ্যানেলের সিগন্যাল বাতি ও মার্কিং পয়েন্টও দেখা যাচ্ছিল না। এর ফলে, দুর্ঘটনা এড়াতে ৩টা ৪০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এই সময়ে দৌলতদিয়া ঘাটে ৩টি ফেরি নোঙর করা হয়েছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহা ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, কুয়াশার মাত্রা কমলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।
আপনার মতামত লিখুন :