ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
জুলাই নৃশংসতা

প্রতিবেদনের তারিখ জানালো জাতিসংঘ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৯:১৮ এএম

প্রতিবেদনের তারিখ জানালো জাতিসংঘ

ছবি: সংগৃহীত

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি জুলাইয়ের নৃশংসতা নিয়ে তাদের প্রতিবেদন আগামী মধ্য ফেব্রুয়ারিতে প্রকাশ করবে বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে বুধবার তিনি এ কথা জানান।

এ সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘকে ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত অপরাধের তদন্তের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “মধ্য ফেব্রুয়ারিতে ছয়টি স্বাধীন কমিশনের প্রতিবেদনও প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলো একে অপরের পরিপূরক হতে পারে।”

বৈঠকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাতিসংঘের সহায়তা কামনা করেন। তিনি বলেন, “সম্প্রতি মিয়ানমার থেকে কয়েক হাজার নতুন রোহিঙ্গা বাংলাদেশে আগমনের ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি।”

উল্লেখযোগ্য যে, ছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়, যা জুলাইয়ের শুরুতে শুরু হয়। এই আন্দোলনে বহু হতাহত হয়।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার দপ্তর ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের ওপর একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করেছে।

আরবি/এফআই

Link copied!