ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঘন কুয়াশার কারণে প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
এর আগে, বুধবার রাত ৩টা ৪০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদীপথের মার্কিং বাতিগুলোর আলো অস্পষ্ট হয়ে যায়, যা নিরাপত্তার জন্য বিপদজনক ছিল। ফলে, বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার পর সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
তিনি আরও জানান, আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে এবং বর্তমানে এই নৌরুটে মোট ১৫টি ফেরি চলাচল করছে।