হঠাৎ করেই রাজধানী ঢাকা কুয়াশায় ঢেকে গেছে। কুয়াশার সাথে সাথে হিমেল হাওয়ার কারণে শীতের অনুভূতি আরও বেড়েছে। সেই সঙ্গে দেশের উত্তরাঞ্চলেও কুয়াশার প্রভাব দেখা গেছে।
বুধবার (২২ জানুয়ারি) রাত থেকে রাজধানীতে কুয়াশা বাড়তে শুরু করে এবং বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, যার কারণে শীতের অনুভূতি আরও তীব্র হয়েছে। তবে সাড়ে ১০টার পর কিছুটা সূর্যের ঝলকানি দেখা গেছে।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সপ্তাহের শেষ দিন হওয়ায় সড়কে যানবাহনের চাপ ছিল বেশি। শীতের কারণে যারা কাজের জন্য বাইরে বের হয়েছেন, তারা গরম কাপড় পরেছেন।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে উত্তর-পশ্চিমাঞ্চলে কিছু স্থানীয়ভাবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। যা কিছু কিছু স্থানে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে দেশের দক্ষিণাঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, ফলে গরমের অনুভূতি কিছুটা বাড়বে। তবে অন্যান্য অঞ্চলে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের প্রথমদিকে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। যার ফলে শীতের অনুভূতি আবার বাড়তে পারে।
আপনার মতামত লিখুন :