ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

সুন্দরবনে কার্বন ধরে রাখার প্রচেষ্টায় সুইস সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০১:৫৫ পিএম

সুন্দরবনে কার্বন ধরে রাখার প্রচেষ্টায় সুইস সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে কার্বন ধরে রাখার প্রচেষ্টায় বাংলাদেশকে সহায়তা করতে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন।


সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে সুইস ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিসের সাথে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান।

উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। বৈঠককালে তারা অর্থনৈতিক সহযোগিতা এবং জলবায়ু অর্থায়নসহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাংলাদেশের যুবসমাজের সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সুইজারল্যান্ডের প্রতিও অধ্যাপক ইউনূস আহ্বান জানান, যেখানে ২৭ বছরের কম বয়সী তরুণরা দেশের জনসংখ্যার অর্ধেক।

রূপালী বাংলাদেশ

Link copied!