ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
প্রস্তুতি শেষ পর্যায়ে

দুই পর্বে ইজতেমা করবেন জুবায়েরপন্থীরা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৩:২৭ পিএম

দুই পর্বে ইজতেমা করবেন জুবায়েরপন্থীরা

ছবি: সংগৃহীত

দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজন করবে শুরায়ী নেজাম বা মাওলানা জুবায়েরপন্থীরা। প্রথম পর্বটি অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন জুবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি বলেন, কয়েক দিনের মধ্যে সরকার থেকে নতুন তারিখের প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে, জুবায়েরপন্থীদের জন্য এক পর্বের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে, মাওলানা সাদপন্থীদের ইজতেমা ৭ থেকে ৯ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল, কিন্তু পূর্বঘোষিত তারিখে তাদের ইজতেমা হবে না। এখনও তাদের নতুন তারিখ ঘোষণা করা হয়নি।

এদিকে, শুরায়ী নেজাম বা মাওলানা জুবায়েরপন্থীদের ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। ইতোমধ্যে বিদেশি মেহমানরা আসতে শুরু করেছেন।

আরবি/এফআই

Link copied!