ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৫, ০৪:০৫ পিএম

বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক

ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন বলেছেন, ‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’কে বৈষম্যমূলক। এটি সংশোধনের দাবিও জানান তিনি। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের মিডিয়া রুমের সামনে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই অধ্যাদেশ আইনজীবী সমাজকে হতাশ করেছে। এখানে কোনো আইনজীবী প্রতিনিধি রাখা হয়নি। অথচ অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে। এটা বৈষম্যমূলক। আমি এই অধ্যাদেশ সংশোধনের দাবি জানাচ্ছি।

রূপালী বাংলাদেশ

Link copied!