চীনা অটোমোবাইল কোম্পানিগুলোকে বাংলাদেশে বৈদ্যুতিক যানবাহন (ইভি) উৎপাদন কারখানা স্থাপনের কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চীনের সাংহাইয়ের উপকণ্ঠে উন্নত-প্রযুক্তি সম্পন্ন বৈদ্যুতিক যানবাহন উৎপাদন কারখানা পরিদর্শনকালে তিনি এই আহ্বান জানান।
পররাষ্ট্র উপদেষ্টা সাংহাইয়ের ভারপ্রাপ্ত মেয়রের সঙ্গে সাক্ষাত করেন এবং ঢাকা-সাংহাইয়ের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
সাংহাইয়ের ভারপ্রাপ্ত মেয়র চলতি বছর অনুষ্ঠিতব্য ‘সাংহাই পর্যটন উৎসব’-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানান।
আপনার মতামত লিখুন :