ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

আওয়ামী লীগের সাথে বিএনপির বক্তব্যের সুর মিলে যাচ্ছে: উপদেষ্টা নাহিদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৯:০৭ এএম

আওয়ামী লীগের সাথে বিএনপির বক্তব্যের সুর মিলে যাচ্ছে: উপদেষ্টা নাহিদ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বিষয়ে বিএনপির বক্তব্যের সুর আওয়ামী লীগের সুরের সাথে মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে ছাত্র আন্দোলনের বিরোধের মাঝে এই মন্তব্য করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

এর আগে, বুধবার বিবিসি বাংলার সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “বর্তমান সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে নির্বাচন আয়োজনের জন্য একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে।”

তিনি আরও বলেছিলেন, “যদি শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করতে চায়, তবে সরকারের বাইরে চলে যেতে হবে।”

মির্জা ফখরুলের এমন বক্তব্য, আবারও এক-এগারো সরকারের ইঙ্গিত; জানিয়ে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা তো অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ মনে করি। এখন বিএনপি কেন সেটা মনে করছে না, তা তাদের স্পষ্ট করা উচিত।”

তিনি আরও বলেন, “বিএনপি মনে করে, এই সরকারটি শুধু নির্বাচনের জন্য গঠন করা হয়েছে, তবে সরকারের পরিবর্তন তো নির্বাচন দ্বারা নয় বরং গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে।”

এর আগে, আওয়ামী লীগের ফেসবুক পেজে শুক্রবার প্রধান উপদেষ্টাকে নিয়ে পোস্ট করা হয়। পোস্টে মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকার ‘অনির্বাচিত ও অসাংবিধানিক সরকার’। আগামী নির্বাচন এই সরকারের অধীনে হবে না এবং পরবর্তী নির্বাচন একটি নতুন (তত্ত্বাবধায়ক) সরকারের অধীন হতে হবে।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “আমি মনে করি না যে তারা (বিএনপি) এমন বক্তব্যটি কোনো বিশেষ উদ্দেশ্যে দিয়েছে, তবে তাদের কথার সুরটি কিন্তু আওয়ামী লীগের সুরের সাথে মিলে যাচ্ছে।”

আরবি/এফআই

Link copied!