ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

প্রধান উপদেষ্টা দেশে ফিরছেন আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৯:২৮ এএম

প্রধান উপদেষ্টা দেশে ফিরছেন আজ

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডে ৪ দিনের সফর শেষে আজ (শনিবার) দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে ৪৭টি অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা। ডব্লিউইএফ চলাকালে অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন তিনি এবং বিভিন্ন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এক তথ্য বিবরণীতে জানান, অধ্যাপক ইউনূস ডব্লিউইএফ শীর্ষ সম্মেলনের সময় মোট ৪৭টি আনুষ্ঠানিক ইভেন্টে অংশগ্রহণ করেন। তিনি চারজন সরকার প্রধান, চারজন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ/সদৃশ সংস্থার ১০ জন প্রধান, ১০ জন সিইও, উচ্চ পর্যায়ের ব্যবসায়ী, ৯টি আয়োজিত অনুষ্ঠান (অন্যথায় নৈশভোজ বা মধ্যাহ্নভোজ), ৮টি মিডিয়া সংক্রান্ত কার্যক্রম এবং আরও দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

গত মঙ্গলবার (২১ জানুয়ারি) দাভোসে পৌঁছানোর পর থেকে, অধ্যাপক ইউনূস বিশ্ব নেতাদের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশ নেন এবং সক্রিয়ভাবে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন।

সফরের প্রথম দিন (২১ জানুয়ারি) তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস-হোর্তা, মিউনিখ সুরক্ষা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন, থাই প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্যান্ডি এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠক করেন।

পরদিন (২২ জানুয়ারি) প্রধান উপদেষ্টা ১৪টি প্রোগ্রাম এবং পার্শ্ব ইভেন্টে যোগ দেন। তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন। যার মধ্যে ছিল- জার্মানির ফেডারেল চ্যান্সেলারের প্রধান উলফগ্যাং শ্মিট, বেলজিয়ামের রাজা ফিলিপ, সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রী ইগনাজিও ক্যাসিস, সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি ও শিল্প সংস্থার চেয়ারপারসন শেখা লতিফা, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, কঙ্গোর রাষ্ট্রপতি ফেলিক্স শিসেকেদি, প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, জলবায়ু পরিবর্তন বিষয়ক মার্কিন বিশেষ দূত জন কেরি এবং আরও অনেকে।

তৃতীয় দিন (২৩ জানুয়ারি) প্রায় ১৪টি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি দাভোসে একটি হোটেলে শোয়াব ফাউন্ডেশনের আয়োজনে সামাজিক উদ্যোক্তাদের জন্য একটি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) সফরের শেষ দিনে, তিনি সাতটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও, জেনেল গ্রুপের চেয়ারম্যান আমের আলীরেজা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরবি/এফআই

Link copied!