আসিফ মাহমুদের বার্তা, পাল্টা পোস্টে যা বললেন আইন উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০১:০৯ পিএম

আসিফ মাহমুদের বার্তা, পাল্টা পোস্টে যা বললেন আইন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্যের আহ্বান জানিয়ে একটি বার্তা দিয়েছেন। পরে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সেই বার্তার কিছু অংশ শেয়ার করে আসিফ মাহমুদকে ধন্যবাদ জানিয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৮টার পর আসিফ মাহমুদ প্রথমবার ফেসবুকে একটি পোস্ট করেন। এরপর রাত সাড়ে ১১টার দিকে আসিফ নজরুল সেই পোস্টটি শেয়ার করে আসিফ মাহমুদকে ধন্যবাদ জানান।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, আমরা একমত না হয়েও একত্রিত হতে পারি। বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রতিযোগিতা থাকবে, তবে রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী শক্তি ছাড়া কারও সঙ্গে শত্রুতা হবে না। দেশের উন্নতির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবো। সব ধরনের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এবং দেশের সার্বভৌমত্ব ও মর্যাদার প্রশ্নে আমরা একসাথে থাকবো।

তিনি আরো লিখেছেন, প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত এই অঞ্চলের মানুষ কখনোই মর্যাদার প্রশ্নে ছাড় দেয়নি। আমরা আবারও এক শক্তিশালী বাংলাদেশ হিসেবে গড়ে উঠবো, যেখানে বিশ্বের পরাশক্তিগুলো আমাদের স্বতন্ত্র জাতি হিসেবে সম্মান জানাবে।

আসিফ মাহমুদ বলেছেন, অর্থনৈতিক ও সামাজিক প্রবৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর জন্য একটি আদর্শ হয়ে উঠবে। এর জন্য অবশ্যই কিছু মৌলিক বিষয়ে সবাইকে একমত হতে হবে। তাহলেই বাহ্যিক শত্রুরা আমাদের বিপক্ষে কাজ করতে পারবে না।

তিনি আরও বলেন, আমরা এমন বাংলাদেশ দেখতে চাই, যেখানে ছোট স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থ সর্বোচ্চ গুরুত্ব পাবে। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির মধ্যে ঐক্যবদ্ধতার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ।

পরে, আসিফ মাহমুদের এই পোস্টের কিছু গুরুত্বপূর্ণ অংশ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে আইন উপদেষ্টা আসিফ নজরুল লিখেছেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। ধন্যবাদ আসিফ মাহমুদ।

আরবি/এফআই

Link copied!