ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

ভিডিও কলে প্রেমিককে রেখে জবি শিক্ষার্থীর আত্মহত্যা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ১২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

রহস্যজনভাবে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থী। তার নাম, সাবরিনা। সে জবি’র সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছার নারায়নপুরে।

রোববার (২৬ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে পুরান ঢাকার কাঠেরপুলের তনুগঞ্জ লেনের একটি মেসে এ ঘটনা ঘটে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের ধারণা, প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এই শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক গণমাধ্যমকে বলেন, আমরা মৃত্যুর খবর পেয়ে মিডফোর্ড হাসপাতালে যাই। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি প্রেমঘটিত কারণে মেয়েটি আত্মহত্যা করেছে। কারণ পুলিশ জানিয়েছে, এই শিক্ষার্থী ফাঁস দেয়ার সময় প্রেমিককে ফোনে রেখে আত্মহত্যা করেছে। পুলিশ ইতোমধ্যে মোবাইল ফোনটিও জব্দ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।