যেসব শীর্ষ সন্ত্রাসীরা জামিনে কারাগারের বাইরে আছেন, তাদের আবার আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। রোববার (২৬ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগারে জরুরি সেবা উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
স্বাস্থ্য উপদেষ্টা জানান, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অনেকেই জামিনে বের হওয়ার পর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, খুনসহ নানা অপরাধে লিপ্ত হয়েছেন। এসব অপরাধ নিয়ন্ত্রণে তাদের গ্রেপ্তার করা হবে।
তিনি আরও বলেন, দেশে চুরি এবং ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে এবং এগুলোর নিয়ন্ত্রণে পুলিশ কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, পুলিশ বাহিনীর জনবল যথেষ্ট থাকা সত্ত্বেও তাদের আত্মবিশ্বাসে কিছুটা ঘাটতি রয়েছে এবং সেই আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কাজ চলছে।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গত ৫ আগস্ট জেল ভেঙে পালানো আসামিদের মধ্যে এখনও প্রায় ৭০০ জন পলাতক আছেন, যাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, স্বরাষ্ট্র উপদেষ্টা কারাগারের জরুরি সেবা হটলাইন নম্বর উদ্বোধন করেন। এখন থেকে আসামিদের সঙ্গে সাক্ষাৎ, ফোনে কথা বলার সময় ও খোঁজ-খবর নেওয়ার জন্য এই সেবায় এপোয়েন্টমেন্ট নিতে হবে বলে জানান তিনি।
এছাড়া, তিনি আরও জানান যে, জুলাই আন্দোলনে আহতদের জন্য চাকরির সুযোগও তৈরি করা হবে।
আপনার মতামত লিখুন :