ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫

‘শেখ হাসিনা পালায় না বলে উনি পালিয়ে গেলেন’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ১১:২৩ এএম

‘শেখ হাসিনা পালায় না বলে উনি পালিয়ে গেলেন’

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা পালিয়েছেন তারাই মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। শেখ হাসিনা পালায় না বলে উনি পালিয়ে গেলেন। ঠিক না? উনার চেলা-চামুন্ডারাই এগুলো করছেন।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিং এ গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গণমাধ্যম কর্মীরা তার কাছে জানতে চান, অধ্যাপক ইউনূস সুইজারল্যান্ড যাওয়ার পর অনলাইনে প্রচারণা যে উনি পালিয়ে গেছেন, আর ফিরবেন না, সরকারের উপদেষ্টারা পালাচ্ছেন, গাট্টি বুচকা গোচাচ্ছেন, সরকার কয়েক দিনের মধ্যে পড়ে যাবে, এ প্রচারণাগুলো কারা চালালো সরকার কি তা খতিয়ে দেখেছে- এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম এসব সব কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, প্রতিবারই উনারা (শেখ হাসিনা ও তাদের চেলা-চামুন্ডা) এসব কথা বলেন, এসব বলে যদি উনারা মনে মনে একটু সুখ পান তাদের সুখ পেতে দিন, নিজে নিজেই ওনারা নিজের পিঠ চুলকাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

আরবি/জেআই

Link copied!