বাংলাদেশের অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি এবং জ্বালানি নিরাপত্তা খাতে আরও সহায়তার জন্য সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
এছাড়া, অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দোহাইলামকে বাংলাদেশ-সৌদি সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে শ্রমশক্তি, পণ্য, কৃষি, এবং ডিজিটাল খাতে অবদানের জন্য “বাংলাদেশ ডিপ্লোমেটিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।
সৌদি রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, সৌদি সরকার বাংলাদেশের শ্রমিক, সংস্কৃতি, ও পর্যটনসহ বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখবে এবং ডিজিটাল চুক্তি সম্পাদনের পাশাপাশি বাংলাদেশের শ্রমিকদের জন্য কাজ করছে। তিনি আরও বলেন, সৌদি সরকারের সহযোগিতায় বাংলাদেশ-সৌদি সম্পর্ক আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। তারা আশা প্রকাশ করেন যে, এই সহযোগিতা ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আপনার মতামত লিখুন :