বুধবার, ০২ এপ্রিল, ২০২৫

ট্রেন চালুর বিষয়ে দফায় দফায় চলছে বৈঠক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ০৩:৩৩ পিএম

ট্রেন চালুর বিষয়ে দফায় দফায় চলছে বৈঠক

ছবি: সংগৃহীত

সারা দেশে বন্ধ থাকা ট্রেন চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর নেতাদের নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে দফায় দফায় বৈঠক চলছে।  

মঙ্গলবার (২৮ জানুয়ারি) এই সমঝোতা বৈঠকে শ্রমিকদের পক্ষে অংশ নিয়েছেন জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস এবং রেলশ্রমিক দলের প্রতিনিধি ইমরুল কায়েস পলাশ।

বৈঠকে সরকারের পক্ষে রয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ও রেলের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল ইসলাম।

রানিং স্টাফদের কর্মবিরতি এবং এর ফলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধের পরিপ্রেক্ষিতে এই বৈঠক আয়োজন করা হয়েছে। রানিং স্টাফদের প্রধান দাবি হলো, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা নিশ্চিত করা।

রানিং স্টাফদের মধ্যে ট্রেন চালক, গার্ড এবং টিকিট চেকারের মতো গুরুত্বপূর্ণ পদধারীরা অন্তর্ভুক্ত। কর্মবিরতির ফলে যাত্রীসাধারণ ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন।

আরবি/জেআই

Link copied!