ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

উত্তর সিটি অবরোধের ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৮:৫০ এএম

উত্তর সিটি অবরোধের ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা দেওয়ার জন্য সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, আজ (শনিবার) বিকেল ৪টার মধ্যে তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা না করা হলে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় অবরোধ কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’।

শুক্রবার রাত ১১টায় তিতুমীর কলেজের সামনে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন। তবে ইজতেমার কারণে মুসুল্লিদের ভোগান্তি এড়াতে ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মসূচি শিথিল থাকবে।

শিক্ষার্থীরা জানান, এই কর্মসূচির আওতায় রেল ও সড়ক পথে অবরোধ করা হবে। তাদের চলমান আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।

এদিকে, অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনও গণঅনশন, বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে গুলশান-১ মোড়ে পৌঁছায় তারা এবং সেখানে অবরোধ শুরু করে। এ কারণে গুরুত্বপূর্ণ সড়কটি বন্ধ হয়ে যায়। রাত ১০টার দিকে প্রায় আধাঘণ্টা বিক্ষোভের পর তারা শুলশান-১ মোড় ছেড়ে তিতুমীর কলেজে ফিরে আসে।

শিক্ষার্থীদের ৭টি দাবি

‘তিতুমীর ঐক্য’ ব্যানারে সাত দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো—তিতুমীর কলেজকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা, ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, এবং ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আইন ও সাংবাদিকতা বিভাগসহ আন্তর্জাতিক মানসম্পন্ন দুটি নতুন বিভাগ সংযোজন করা।

এছাড়াও, যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ, শিক্ষার গুণগতমান বৃদ্ধি, আসন সংখ্যা সীমিতকরণ এবং আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের জন্য জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণের দাবি করেছেন শিক্ষার্থীরা।

বহুবছর ধরে চলা এই আন্দোলন ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর নতুন করে প্রাণ পায়। এরপর থেকে শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন মন্ত্রণালয়ে আবেদন জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আরবি/এফআই

Link copied!