ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

ইজতেমায় ‘যৌতুকবিহীন বিয়ে’ পড়ানো হবে আজ

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ১১:০৩ এএম

ইজতেমায় ‘যৌতুকবিহীন বিয়ে’ পড়ানো হবে আজ

ছবি: সংগৃহীত

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে ইজতেমা স্থলে এক বিশেষ আয়োজনের মধ্যে যৌতুকবিহীন বিয়ে পড়ানোর রেওয়াজ পালন করা হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বাদ আসর ভারতের মাওলানা জুহায়ের সাহেব এই বিয়ে পড়াবেন বলে জানা গেছে।

ইজতেমার রেওয়াজ অনুসারে, বিয়ের আগে খুতবা প্রদান করা হবে এবং বয়ান শেষে বর-কনের অভিভাবকদের সম্মতিতে বরের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হবে।

বিশ্ব ইজতেমায় হযরত ফাতেমা (রা.) ও হযরত আলী (রা.) এর বিয়ের দেনমোহর অনুসরণ করে এই বিয়ের আয়োজন করা হচ্ছে, যেখানে যৌতুকের কোনো প্রথা থাকবে না। বিয়ে শেষে দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মাঝে খোরমা খেজুর বিতরণ করার রেওয়াজও রয়েছে।

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল ৩ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হবে এবং ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের ইজতেমা শেষ হবে।

আরবি/এফআই

Link copied!