সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত স্বৈরতন্ত্র তার মেয়ে শেখ হাসিনার মাধ্যমে আবার ফিরে এসেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
আলী রীয়াজ বলেন, ১৯৭২ সালে প্রণীত সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিকেন্দ্রিক স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চালু করা হয়। পরবর্তীতে সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত করা হয়, যার ফলে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যক্তিকেন্দ্রিক হয়ে ওঠে।
তিনি আরও বলেন, এটি শুধু একজন ব্যক্তির অবসান নয়, গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে কাঠামোগত পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছে এবং দেশের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটি বাস্তবায়নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান আরও বলেন, গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার এটাই একমাত্র পথ।
আপনার মতামত লিখুন :