ঢাকা শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫

অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৫, ০৪:৪৭ পিএম

অমর একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় বইমেলার উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করেন, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

এবারের বইমেলায় বিশেষভাবে তুলে ধরা হচ্ছে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক, এবং থাকছে ‍‍`জুলাই চত্বর‍‍` প্রদর্শনী। মেলায় এবার স্টলের সংখ্যা বাড়ানো হয়েছে। যা পৌঁছেছে ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠানে। গত বছরে যা ছিল ৬৩৫।

এবার বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৬০৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। মোট ৩৭টি প্যাভিলিয়নের মধ্যে ৩৬টি সোহরাওয়ার্দী উদ্যানে এবং একটি বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকবে।

বইমেলা চলবে ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। তবে রাত সাড়ে ৮টার পর মেলা প্রাঙ্গণে নতুন দর্শক প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে, বইমেলা সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

এছাড়া বিশেষ দিন হিসেবে একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মেলা সকাল ৮টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।

আরবি/এফআই

Link copied!