স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বাংলাদেশের কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করেছে। রোববার (২ ফেব্রুয়ারি) কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের লোগো থেকে নৌকার প্রতীক সরিয়ে নতুন লোগোতে চাবির প্রতীক যুক্ত করা হয়েছে।
নতুন লোগোটি মূলত বাংলাদেশের কারাগার ব্যবস্থার নিরাপত্তা ও পরিচালনাকে প্রতিফলিত করে এবং এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিস্থাপন করা হয়েছে।
এ পরিবর্তনটি নতুন পরিস্থিতিতে কারা অধিদপ্তরের কার্যক্রমের প্রতি গুরুত্ব এবং সুরক্ষার বিষয়টি আরও স্পষ্ট করে তুলবে বলে মনে করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :