ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫

ব্যারিকেড ভেঙে মধ্যরাতে যমুনার সামনে আন্দোলনে আহতরা, ঘটনাস্থলে হাসনাত

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০১:৪৩ এএম

ব্যারিকেড ভেঙে মধ্যরাতে যমুনার সামনে আন্দোলনে আহতরা, ঘটনাস্থলে হাসনাত

ছবি: সংগৃহীত

সুচিকিৎসা, পুনর্বাসন, ক্ষতিপূরণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে অবস্থান নেন তারা।

এর কয়েক মিনিট পরই তাদের সঙ্গে কথা বলতে সেখানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এসময় আহতদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদের স্বীকৃতি এবং দাবি-দাওয়া পূরণের জন্য আমরাও সরকারের সঙ্গে চেষ্টা করছি। আপনারা শান্ত থাকুন, আপনাদের বিষয়গুলো নিয়ে আমরাও কাজ করছি। আপনারা দেখেছেন আমরা একাধিকবার আপনাদের হয়ে লড়াই করেছি। সরকার দ্রুত সময়ের মধ্যে আপনাদের দাবি পূরণ করবে। আপনাদের তালিকা করা হয়েছে।’

এ সময় আহতরা হাসনাত আব্দুল্লাহকে উদ্দেশ করে বলেন, আমাদের আরও গুলি করুন, আমরা মরতে চাই। এই পঙ্গুত্ব জীবন নিয়ে আমরা বাঁচতে চাই না।

আরবি/এসজে

Link copied!